Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়তি হাসিল আদায় করায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২০:৩৭

নওগাঁ: নওগাঁর আত্রাই পশুর হাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় ইজাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ৪টায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

এর আগে, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ, শিক্ষা ও কল্যাণ) সাকিব বিন জামান প্রত্যয়ের নেতৃত্বে বিকেল ৩টায় হাট চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাকিব বিন জামান বলেন, ‘আত্রাই পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদার আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

সারাবাংলা/একে

ইজারাদার কোরবানির পশু গরুর হাট টপ নিউজ হাসিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর