Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১৫:২২

কুমিল্লা: কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৪ জন। বুধবার (১২ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার পুটিয়া ইউটার্নে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গরু ব্যবসায়ী রাসেলসহ দু’জন নিহত হয়।

বিজ্ঞাপন

এছাড়া দুর্ঘটনায় আহত ৪ জনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের একজনের নাম জানা গেছে, কিন্তু অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় দুটি গরুও মারা যায় এবং অন্তত ৫টি গরুর পা ভেঙে গেছে।’

সারাবাংলা/এমও

কুমিল্লা গরুবোঝাই ট্রাক