ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৩৮ জনের মৃত্যু
১২ জুন ২০২৪ ১১:৩৭ | আপডেট: ১২ জুন ২০২৪ ১৪:২৪
হর্ন অব আফ্রিকা থেকে রওনা হয়ে ইয়েমেন উপকূলে পৌঁছানোর পর সাগরে নৌকাডুবিতে অন্তত ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেনের এডেন উপকূলে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এডেনের পূর্বদিকের রুদুম জেলার স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির আরোহীরা সবাই অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়া থেকে আসা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য তারা ইয়েমেনকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে।
রুদুম জেলার শীর্ষ কর্মকর্তা হাদি আল-খুরমা জানান, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই প্রবল বাতাসের কারণে ডুবে যায়। জেলে ও স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
তবে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন। তাদের সঙ্গে নৌকাটিতে থাকা আরও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।
সারাবাংলা/ইআ