Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনের ছেলে হান্টার দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪ ০০:১৯ | আপডেট: ১২ জুন ২০২৪ ০০:৪৫

হান্টার বাইডেন। ছবি: অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন (৫৪) এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার তিনটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে দায়ের করা এই মামলায়।

রয়টার্স ও সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত তিন অভিযোগেই দোষী সাব্যস্ত করেছেন হান্টারকে। আদালত সাজা ঘোষণার তারিখ নির্ধারণ না করলেও ১২০ দিনের মধ্যে এ ঘোষণা আসবে। অর্থাৎ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার সাজা শুরু হতে পারে।

বিজ্ঞাপন

হান্টারের বিরুদ্ধে অভিযোগগুলো হলো— আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন, অস্ত্র বিক্রেতার নথিপত্রে যেন মিথ্যা তথ্য থাকে তার ব্যবস্থা করেছিলেন এবং নিজের কাছে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত যে তিন অভিযোগ, তাতে হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। সঙ্গে সাড়ে সাত লাখ ডলার পর্যন্ত জরিমানাও হতে পারে।

সারাবাংলা/টিআর

অস্ত্র মামলা আগ্নেয়াস্ত্র মামলা জো বাইডেন টপ নিউজ হান্টার বাইডেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর