Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৪ ১১:৪১ | আপডেট: ১১ জুন ২০২৪ ১৭:০৯

ঢাকা: লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৩ জুন থেকে ওয়াকার-উজ-জামানের এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। দায়িত্বভার গ্রহণের পরবর্তী তিন বছরের জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকেও গ্র্যাজুয়েশন করেন।

ওয়াকার-উজ-জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে যুক্তরাজ্যের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেন।

সারাবাংলা/জেআর/টিআর

ওয়াকার-উজ-জামান টপ নিউজ সেনা প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর