‘গুলশানে পুলিশ হত্যার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন’
১০ জুন ২০২৪ ১৭:৩৯ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৮:৪১
ঢাকা: গুলশানে একটি দূতাবাসের সামনে প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য আরেক সদস্যকে গুলি করে হত্যা করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় আমরা বিচলিত এবং উদ্বিগ্ন। কারণ, একজন পুলিশের কাছে আর্মস রয়েছে। কী এমন কারণ ঘটেছিল যে, তাকে ওপেন ফায়ার করতে হলো। এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে আমরা আলোচনা করছি। সোমবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বাড়ির সামনে দুই পুলিশ সদস্য কথা কাটাকাটি ও ওপেন ফায়ার করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আসলেই বিচলিত হয়েছি। এক কনস্টেবল আরেক কনস্টেবলকে কেন হত্যা করল। এটার জন্য একটি কমিটি হয়েছে, মামলা হয়েছে। এখন তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ হবে। তদন্তের পরেই সঠিক ঘটনা জানতে পারবেন। এখন যা বলছি তা অনুমানভিত্তিক।’
তিনি বলেন, ‘এ ঘটনার অবশ্যই তদন্ত করব। ঘটনা কী? যদি ইচ্ছাকৃত ঘটিয়ে থাকে, কেন ঘটিয়েছে সেটা আমরা দেখব। এখন অনেক কিছু শুনছি। তার মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কাউকে অ্যাটাক হতে দেখলে তাকে সেভ করা। সেজন্যই তাকে অস্ত্র দেওয়া হয়। ওই পুলিশ সদস্য একটি দূতাবাস এলাকায় ডিউটি করছিলেন। সঙ্গত কারণেই তার হাতে অস্ত্র ছিল।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটা নিয়ে আমরা বসব। কোনো জায়গায় গাফলতি রয়েছে কি না সেটাও আমরা দেখব।’ কোনো অসন্তোষের বহিঃপ্রকাশ কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা এখনই বলা যাচ্ছে না। তদন্ত হওয়ার পরেই বলা যাবে।’
সারাবাংলা/জেআর/পিটিএম