Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে ও গুলি করে ৩ জনকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ১৭:২৭ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৭:৪২

কক্সবাজার: কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাতজন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত ও আহতরা রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্য।

বিজ্ঞাপন

সোমবার (১০ জুন) ভোরে উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।

নিহতরা হলেন উখিয়ার মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাফর আহমেদের ছেলে মো. ইলিয়াছ (৩১), একই ক্যাম্পের মৃত আবদুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) এবং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খান (১৮)।

এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৩ জনের নাম-পরিচয় নিশ্চিত করেছে এপিবিএন।

আহত ৩ জন হলেন ৪ নম্বর ক্যাম্পের মো. হাছানের ছেলে আব্দুল হক (৩২), নজির আহমদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)। আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে চিকিৎসাধীন।

উখিয়া থানার পরিদর্শক মো. শামীম হোসেন বলেন, ‘তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/একে

উখিয়া কক্মবাজার রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর