Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবীদের প্রোটিনের চাহিদা মেটাতে বারে গরুর মাংস রান্নার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ১৫:৩৬

ঢাকা: আইনজীবীদের প্রোটিনের চাহিদা মেটাতে ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট আইনজীবী সমিতির মতো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না করার অনুমতি দিতে আবেদন করা হয়েছে।

সোমবার (১০ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বরাবরে আইনজীবী মো. মাহমুদুল হাসান এই আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে অন্যান্য খাবার আইটেমের পাশাপাশি গরুর মাংসের নানাবিধ আইটেম পাওয়া যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে গরুর মাংস পাওয়া যায় না। গরুর মাংস অত্যন্ত সুস্বাদু ও প্রোটিন সমৃদ্ধ খাবার।

আবেদনে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবীদের দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে গরুর মাংস খাওয়া প্রয়োজন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে যে খাসির মাংস পাওয়া যায়, তা অত্যন্ত ব্যয়বহুল এবং পরিমানে কম পাওয়া যায়। এ ছাড়া পোলট্রি ও
সোনালী মুরগির মাংস মানসম্মত নয়।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিশেষ করে তরুণ আইনজীবীদের দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না করার অনুমতি দেওয়া আবশ্যক। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাধার কারণে ব্যাপক চাহিদা থাকা সত্বেও ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না করা হচ্ছে না। গরুর মাংস বাংলাদেশে বৈধ একটি খাবার। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ এবং বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যেও গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় খাবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না করতে বাধা প্রদানের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বৈধ খাদ্যগ্রহণে বাধা দেওয়া হচ্ছে এবং আইনজীবীদের প্রযোজনীয় পুষ্টি গ্রহণ থেকে বঞ্চিত করা হচ্ছে, যাহা বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ৩২ এর জীবনের অধিকারের লঙ্ঘন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, মুষ্টিমেয় কিছু ব্যাক্তি, যারা গরুর মাংস খেতে চায় না, তাদের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না করতে বাধা প্রদান করা সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক, কারণ এর মাধ্যমে আইনজীবীদের প্রযোজনীয় পুষ্টি গ্রহণে সরাসরি বাধা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদ ৩২ এ বর্ণিত ‘জীবনের অধিকার’ লঙ্ঘন করা হচ্ছে। বিশ্বাসগত কারণে যারা গরুর মাংস খেতে চান না, তাদের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে কিছু আলাদা চেয়ার, টেবিল বরাদ্দ রাখা যেতে পারে।

এ ছাড়া আমাদের বন্ধুপ্রতিম পার্শ্ববর্তী দেশ ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালার হাইকোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে যেহেতু গরুর মাংসের বিভিন্ন আইটেম বিক্রি হয় সেহেতু এখানে আমাদের Legitimate Expectation (বৈধ প্রত্যাশা) আছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল ক্যান্টিনে গরুর মাংস রান্না করার অনুমতি দেওয়া হোক।

অতএব, উক্ত আবেদনের সাত দিনে মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্নার অনুমতি প্রদান করে বাধিত করবেন।

আবেদন করার পর আইনজীবী মো. মাহমুদুল হাসান সারাবাংলাকে বলেন, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। নির্দিষ্ট সময়সীমার ব্যবস্থা গ্রহণ করা না হলে এর প্রতিকার চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হবে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

গরুর মাংস টপ নিউজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর