ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
১০ জুন ২০২৪ ১৪:০৫ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৬:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রীকে নেশাদ্রব্য মেশানো শরবত খাইয়ে ওই শিক্ষক এ ঘটনা ঘটিয়েছেন।
রোববার (৯ জুন) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় নিজ বাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ফয়েজুল ইসলাম (৪৬) শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী মেয়েটি পঞ্চম শ্রেণির ছাত্রী।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, শনিবার সকালে প্রাইভেট পড়তে ওই ছাত্রী ফয়েজুলের বাসায় গিয়েছিল। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে শরবত পান করানো হয়। এরপর তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন ফয়েজুল।
ওসি জানান, ছাত্রীর পোশাককর্মী মা রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর ঘটনা জানতে পারেন। তার মা থানায় অভিযোগ করার পর রোববার ফয়েজুলকে গ্রেফতার করা হয়।
ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে ফয়েজুলকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
সারাবাংলা/আরডি/ইআ