‘চেনা কন্ডিশনে’ প্রোটিয়া বধের লক্ষ্য বাংলাদেশের
১০ জুন ২০২৪ ১৪:২৭ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৬:০৫
প্রস্তুতি সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হার, দলের কম্বিনেশন নিয়ে শঙ্কা, ব্যাটারদের ফর্মহীনতা; একরাশ হতাশা নিয়েই বিশ্বকাপের জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে ডালাসে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে সব শঙ্কা উড়িয়ে দারুণ এক জয়ে টুর্নামেন্ট শুরু করেছেন শান্তরা। দ্বিতীয় ম্যাচে আজ রাত ৮.৩০ মিনিটে নিউইয়র্কে বাংলাদেশের প্রতিপক্ষ টানা দুই ম্যাচ দাপটের সাথে জেতা দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সামনে আজ চেনা কন্ডিশনে প্রোটিয়া বধের লক্ষ্য। এই ম্যাচে জয় পেলেই সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকাকে চমকে দিতে?
পরিসংখ্যান
টি-২০ ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৮ বার। এর মাঝে একবারও জিততে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচেই জিতে এককভাবে রাজত্ব প্রোটিয়াদের। টি-২০ বিশ্বকাপে তিনবারের দেখায় প্রতিবারই তাই জয় নিয়ে মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে প্রথমবার এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের স্বাদ পাওয়ায়।
পিচ ও কন্ডিশন
নিউইয়র্কের ড্রপ ইন পিচ বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার তুঙ্গে। এই পিচকে ‘বিপদজনক’ আখ্যা দিয়েছেন অনেকেই। প্রতি ম্যাচেই এখানে বোলাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও বোলারদের দাপট ছিল ম্যাচজুড়েই। টসে জিতে তাই দুই অধিনায়কই বোলিং নেবেন চোখ বুজেই। গতকাল ম্যাচের শুরুতে বৃষ্টি বাগড়া দিলেও আজ পুরো দিনজুড়েই নিউইয়র্কের আকাশে থাকবে ঝকঝকে রোদ।
নিউইয়র্কের পিচে বাংলাদেশ বেশ কয়েকদিন অনুশীলন করেছে। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে এখানেই প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন তারা। তাই কন্ডিশনটা বেশ চেনা শান্তদের। আজ সেই চেনা কন্ডিশনকেই কাজে লাগাতে চাইবেন তারা।
দলের খবর
প্রথম ম্যাচে টপ অর্ডার আবারও ব্যর্থ বাংলাদেশের। তবে লিটনের ফর্মে ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে দলকে। ওপেনিংয়ে সৌম্য, তামিমদের সাথে মিডল অর্ডারে হৃদয়ের ব্যাট আজও হাসবে, এমনটাই চাইবে বাংলাদেশ। সাথে মাহমুদউল্লাহ গত ম্যাচের মত জ্বলে উঠবে, চাওয়া এমনটাই। ব্যাটে-বলে লংকানদের বিপক্ষে বর্ণহীন সাকিবকে আজ স্বরূপেই দেখতে চাইবে বাংলাদেশ।
বোলিং ইউনিটে পেসাররা বড় ভূমিকা পালন করবেন নিউইয়র্কের পিচে। তাসকিন-মোস্তাফিজ-তানজিমরা দলকে ভালো শুরু এনে দেবেন, এমনটাই প্রত্যাশা সবার। আগের ম্যাচের নায়ক স্পিনার রিশাদ আজও ঘূর্ণিজাদু দেখিয়ে প্রোটিয়াদের কাবু করতে চাইবেন। শ্রীলংকার বিপক্ষে একাদশই আজ মাঠে নামাতে পারে বাংলাদেশ। তবে শরিফুল ইসলাম ফিট হলে তাকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে দলের পেসাররা আছেন দুর্দান্ত ফর্মে। ইয়ানসেন- বার্টম্যান-রাবাদারা প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেওয়ার জন্যই মাঠে নামবেন। টপ অর্ডারের রান পাওয়া নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছেন তারা। বাংলাদেশের বিপক্ষে তাই টপ অর্ডারকে জ্বলে উঠতে দেখতে চাইবেন প্রোটিয়ারা।
বাংলাদেশের দর্শকদের চুপ করাতে চান মার্করাম
ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলছেন, মাঠে উপস্থিত বাংলাদেশি দর্শকদের চুপ করিয়ে দিয়েই জয় তুলে নিতে চান তারা। মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের দর্শকদেরও সামলাতে প্রস্তুত মার্করাম, ‘নিউইয়র্কে অনেক বাংলাদেশি সমর্থক থাকবে আমি নিশ্চিত। বাউন্ডারি লাইনের ভেতরে কি হচ্ছে আমাদের মনোযোগ সেদিকেই থাকবে। তবে দর্শক যাদের বেশি সমর্থন দেয় তারা মোমেন্টাম পায় বেশি। যদি তারা চুপ থাকে তাহলে বুঝতে হবে আমরা ভালো করছি। আমরা ভালো খেলতে চাই ও বাংলাদেশের দর্শকদের যতটা সম্ভব চুপ করিয়ে রাখতে চাই।’
এই ভেন্যুতেই আগের দুই ম্যাচ খেলে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের উইকেট তাই অনেকটাই চেনা প্রোটিয়াদের। মার্করাম বলছেন, একই ভেন্যুতে ম্যাচ খেলায় কিছুটা বাড়তি সুবিধা পাবে তার দল, ‘একই ভেন্যুতে দুটি ম্যাচ খেলায় আমরা খানিকটা সুবিধা পেয়েছি। আশা করি উইকেটের ব্যাপারে আমাদের পরিস্কার ধারণা আছে। ব্যাটিংয়ে আমরা যে পরিকল্পনা করব সেটা কাজে লাগাতে পারব। ১৪০ রানের উপরে করতে পারলেই ভালো স্কোর হবে। আমরা যদি আগে ব্যাটিং করি তাহলে আশা করি বোলাররা নিজেদের বাকি কাজটা করতে পারবে।’
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছে, পিচ দুই দলের জন্যই সমান কঠিন হবে, ‘উইকেট ব্যাটারদের জন্য সহজ ছিল না। দুই দলের জন্যই তা সমান। এজন্য ম্যাচটা সহজ হবে না। দক্ষিণ আফ্রিকার দারুণ বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরাও ভালো লড়াই দিতে পারব।’
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ– তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা– কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেম মার্করাম, ট্রিসটান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ওটোনিল বার্টম্যান, এনরিক নরকিয়া।
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই গ্রুপ ডির শীর্ষে উঠে যেতে পারে বাংলাদেশ। একই সাথে টানা দুই জয়ে সুপার এইটের স্বপ্নটাও উজ্জ্বল হবে শান্তদের। বাংলাদেশ কি পারবে দক্ষিণ আফ্রিকা বধের রূপকথার গল্প রচনা করতে?
সারাবাংলা/এফএম