ডি মারিয়ার গোলেই জিতল আর্জেন্টিনা
১০ জুন ২০২৪ ০৭:০৩ | আপডেট: ১০ জুন ২০২৪ ১২:১২
কোপা আমেরিকা শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচে ব্যস্ত দলগুলো। গতকাল রোমাঞ্চকর এক ম্যাচে মেক্সিকোকে হারিয়েছিল ব্রাজিল। আজ নিজেদের ম্যাচে জয় পেল আর্জেন্টিনাও। শিকাগোর সোলযার ফিল্ডে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে জয় পেয়েছে লিওনেল মেসির দল।
ইকুয়েডরের বিপক্ষে মেসিকে একাদশে না রেখেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। অধিনায়কের দায়িত্ব পড়েছিল ডি মারিয়ার কাঁধে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছে আর্জেন্টিনা। ২০ মিনিটে গোলের প্রথম সুযোগ নস্ট করেন ডি মারিয়া। ২৫ মিনিটে লিসান্দ্রো মারটিনেজের শট দারুণভাবে বাঁচিয়ে দেন ইকুয়েডর কিপার গালিনডেজ।
অবশেষে ৩৯ মিনিটে ভাঙে ডেডলক। রোমেরোর দারুণ এক পাসে বক্সের ভেতর বল পেয়েছিলেন ডি মারিয়া। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে আর্জেন্টাইন সমর্থক উল্লাসে ভাসান ডি মারিয়া। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন তিনি। ৪৩ মিনিটে তার আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসলে ১-০ তে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় দুই দল।
বিরতির পরপরই দ্বিতীয় গোল পেতে পারত আর্জেন্টিনা। ৪৮ মিনিটে মারটিনেজের হেড বাঁচিয়ে দেন ইকুয়েডর কিপার। ৫৫ মিনিটে ডি মারিয়ার পরিবর্তনে মাঠে নামেন মেসি, উল্লাসে ভাসেন স্টেডিয়ামের হাজারো দর্শক। মাঠে নেমে অবশ্য তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেননি তিনি। ৭৮ মিনিটে গোল হজম করতে বসেছিল আর্জেন্টিনা। ফ্র্যাঙ্কোর শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন এমি মার্টিনেজ।
শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ডি মারিয়ার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। কোপার আগে ১৫ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েন্তামালার মুখোমুখি হবেন মেসিরা।
সারাবাংলা/এফএম