খুলনায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ২
৯ জুন ২০২৪ ১৭:১৯
খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (৯ জুন) দুপুর ২টার দিকে জেলার ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সেটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুই জন মারা যান। গুরুতর আহত প্রাইভেটকারের আরেক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সারাবাংলা/পিটিএম