Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমে কথা বলতে ঢামেক কর্মকর্তা-কর্মচারীদের অনুমতি নিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ২০:২১ | আপডেট: ৯ জুন ২০২৪ ১০:২২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকে অবশ্যই অনুমতি নিতে হবে।

শনিবার (৮ জুন) চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ করতে অনুমতি নিতে হবে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমরা আনসার সদস্য দিয়ে দেবো, তারপর তারা নিউজ সংগ্রহ করবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরাতন নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো- কোনো কিছু জানার থাকলে অবশ্যই গণমাধ্যমকর্মীদের হাসপাতালের অথরিটির সঙ্গে কথা বলতে হবে। এবং কোনো কর্মকর্তা- কর্মচারী পরিচালকের অনুমতি ছাড়া কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না।’

পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয় আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। কিন্তু দেখা গেল, একই বিষয় নিয়ে কিছু গণমাধ্যমকর্মী হাসপাতালের অন্য কারও সঙ্গে কথা বলতে গেল। কিন্তু সেই ব্যক্তি আরেককভাবে উপস্থাপন করল। তখন বিষয়গুলো অন্যরকম হয়ে যায়। গণমাধ্যমকর্মীদের সুবিধার জন্যই অথরিটির সঙ্গে কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল ২৬০০ শয্যার। কিন্তু রোগী থাকে তিনগুণেরও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যান্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল, কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকেন, চিকিৎসকরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায়, অনেক গণমাধ্যমকর্মী মোবাইল নিয়ে জরুরি বিভাগে ঢুকে ছবি তুলতে থাকে। রোগীদেরও মানবাধিকারের বিষয় আছে।’

বিজ্ঞাপন

সেজন্য পুরাতন নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ঢামেক পরিচালক।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অনুমতি কথা গণমাধ্যম টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর