Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের জন্য বাজে ব্যাটিংকে দুষলেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০২৪ ১৪:২১

টানা দুই ম্যাচে হারল শ্রীলংকা

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানেই গুটিয়ে গিয়েছিলেন তারা। বড় পরাজয়ের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল শ্রীলংকার। তবে এই ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে লংকানদের। বোলারদের কল্যাণে ম্যাচ খানিকটা জমলেও টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তারা। ম্যাচ শেষে লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বলছেন, ব্যাটারদের ব্যর্থতার কারণেই তাদের এমন হার।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা কিন্তু ভালোই করেছিল শ্রীলংকা। পাওয়ার প্লেতে উঠেছিল ৫৩ রান। শেষ পর্যন্ত মাত্র ১২৪ রানে থেমেছে তাদের ইনিংস। শেষ ১৪ ওভারে সেই হিসেবে রান উঠেছে মাত্র ৭১। শেষ ৫ ওভারে ধীরগতির ব্যাটিং ও বাংলাদেশের বোলারদের হিসেবি বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি শ্রীলংকা। ম্যাচ শেষে স্কোরটা আরেকটু বড় না করতে পারার আফসোসটা থেকেই যাবে তাদের।

হাসারাঙ্গা বলছেন, ব্যাটারদের উচিত ছিল দারুণ শুরুর পর বড় স্কোর দাঁড় করানো, ‘প্রথম ৮-১০ ওভারে আমাদের ব্যাটাররা অনেক ভালো করেছে। কিন্তু মিডল ওভার ও শেষের দিকে একদমই ভালো হয়নি ব্যাটিং। শেষ দুই ম্যাচেই এমনটা হলো। এটা আসলে দলের জন্য কঠিন হয়ে যাচ্ছে। প্রথম দুই ম্যাচ হেরে গেলে সেখান থেকে ফিরে আসা বেশ কঠিন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে।’

অল্প পুঁজি নিয়েও দারুণ লড়ে গেছেন লংকান বোলাররা। ম্যাচ তাই গিয়েছে ১৯তম ওভার পর্যন্ত। বাংলাদেশের ৮ উইকেট তুলে নিয়ে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তারা। বোলারদের প্রশংসায় তাই পঞ্চমুখ হাসারাঙ্গা, ‘আমরা জানি বোলিংটাই আমাদের মূল শক্তি। বিশেষ করে জদ আমরা ১৫০ রানের উপরে স্কোর দাড় করাতে পারি তাহলে আমরা ম্যাচ জিতব। আমরা চারজন মূল বোলার নিয়ে খেলেছি। তারা সবাই ভালো করেছে। কিন্তু বাকি চার ওভার অলরাউন্ডারদের দিয়ে করাতে হয়েছে। সেখানেই আসলে সমস্যাটা হয়েছে।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ হাসারাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর