Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহা ১৭ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৪ ২১:৩৩ | আপডেট: ৭ জুন ২০২৪ ২১:৪১

ঢাকা: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠক শেষে জানানো হয়, শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা হবে। নিয়ম অনুযায়ী, ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হয়। সেই অনুযায়ী, বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

ঢাকার বাইরে রংপুরের আকাশেও চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন, রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান।

জেলা প্রশাসক বলেন, ‘রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা এলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেব।’

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন দেশটিতে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা।

দেশে কুরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। প্রতিবছর এই মাসে সৌদি আরবে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।

সারাবাংলা/একে

ঈদুল আজহা কোরবানির ঈদ চাঁদ দেখা কমিটি জিলহজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর