Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২৪ ১৯:৪৪ | আপডেট: ৭ জুন ২০২৪ ২১:১১

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ মিশনে বেশ কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজও খেলেছে তারা। তবে সেই সিরিজে অবিশ্বাস্যভাবে হেরে হতাশায় ডুবেছেন শান্ত-সাকিবরা। মূল পর্ব শুরুর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে ডালাসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি পর্বের হতাশা ভুলে কি জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হবে সাকিবদের? নাকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ের পর জয় দিয়েই ঘুরে দাঁড়াবে লংকানরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান 

টি-২০ ফরম্যাটে দুই দলের দেখা হয়েছে ১৬ বার। এর মাঝে ১১ বারই জিতেছে লংকানরা। বাংলাদেশের জয় পাঁচ ম্যাচে। টি-২০ বিশ্বকাপেও শ্রীলংকার বিপক্ষে রেকর্ডটা ভালো নয় বাংলাদেশের। ২০০৭ ও ২০২১ সালের দুই দেখায় দুইবারই হেরেছে বাংলাদেশ।

পিচ ও কন্ডিশন

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। যুক্তরাষ্ট্র-কানাডা উদ্বোধনী ম্যাচে ভালো রান উঠলেও সবশেষ দুই ম্যাচে তেমন একটা রান দেখা যায়নি। তবে সবকিছু মিলিয়ে পিচ ব্যাটিং বান্ধবই হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল এখানে বৃষ্টির কোন সম্ভাবনাও নেই।

দলের খবর 

বাংলাদেশ দলের জন্য সবচেয়ে দুশ্চিন্তার জায়গা ওপেনিং জুটি। লিটন, সৌম্য, তামিম; তিন ব্যাটারের কোন দুইজন শেষ পর্যন্ত ওপেনিংয়ে নামবেন, সেটির দিকেই তাকিয়ে আছে সবাই। ইনজুরির কারণে শরিফুল এই ম্যাচে থাকছেন না, জানা গিয়েছিল আগেই। তাসকিন আহমেদ পুরোপুরি সুস্থ হয়ে একাদশে শেষ পর্যন্ত ফিরবেন কিনা, সেটা নিয়েও আছে শঙ্কা।

অন্যদিকে ইনজুরি শঙ্কা না থাকলেও আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির পর একাদশে পরিবর্তন আনতে পারে শ্রীলংকা। দলে ফিরতে পারেন দুসমান্থা চামিরা।

বাড়তি উত্তাপ কি এবারও থাকছে? 

গত কয়েক বছর ধরেই দুই দেশের ম্যাচ মানেই যেন বাড়তি উত্তাপ। বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপের সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সাকিবের টাইমড আউট সেই আগুনে ঘি ঢেলেছে। এরপর ম্যাথিউসের সেই ঘড়ি উদযাপন থেকে শুরু করে মুশফিকের টাইমড আউট অভিনয়; দুই দেশের ম্যাচকে ঘিরে তাই থাকছে বাড়তি উত্তেজনা। বিশ্বকাপের মঞ্চে দুই দলের মাঝে মাঠের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইটা কেমন জমবে, সেটা দেখতেই মুখিয়ে আছেন দর্শক।

বিজ্ঞাপন

প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না শান্ত

বাংলাদেশ অধিনায়ক শান্ত শ্রীলংকাকে নিয়ে না ভেবে নিজেদের নিয়েই বেশি ভাবছেন, ‘আমি জানি না। কিন্তু আমরা এটা ভাবছি না যে, ওরা কী ভাবছে বা তাদের মনে কী চলছে। আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করছি। আমাদের নিজেদের শক্তিমত্তা দিয়ে খেলতে হবে। হ্যাঁ, তারা ওই ম্যাচে ভালো করেনি। কিন্তু আমরা চিন্তা করছি না তারা কী ভাবছে।’

শান্ত বলেছেন, ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে তার দল, ‘প্রস্তুতি দিক দিয়ে যদি বলতে চান, সবাই ভালোমতো প্রস্তুত। যতটুকু সুবিধা ছিল, ওটা আমরা পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি, ভালো-খারাপ থাকবে। কিন্তু এর ভেতর থেকে যতটুকু ভালো জিনিস নেওয়া যায়, অনুশীলন থেকে ওই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, খুব ভালোভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছে।’

শ্রীলংকার ব্যাটিং কোচ থিলানা কান্ডাম্বি বলছেন, অতীতের মতো এবারও বাংলাদেশের বিপক্ষে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী তারা, ‘আমরা নিকট অতীতে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি। আমরা তাই ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ– তানজিদ তামিম, সৌম্য সরকার/লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসা, মাহমুদউল্লাহ, জাকের আলি, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা– পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিস থিকসানা/দুসমান্থা চামিরা, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারা।

বাংলাদেশ কি পারবে প্রস্তুতি পর্বের হতাশা কাটিয়ে দারুণ এক জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে?

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর