Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৪ ১৯:২৪

রাজশাহী: রাজশাহী নগরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম ইসলাম (৪০)। তিনি নগরীর দড়িখরবোনা এলাকার আবদুল কাদেরের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। তিনি জানান, আমচত্বর এলাকায় ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামীর একটি পিকআপ ইসলামকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ইসলামকে ধাক্কা দিয়ে পিকআপটি পালিয়ে যায় তাই তাকে ধরা যায়নি। পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। এরপর আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

পথচারী নিহত পিকআপ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর