Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২২:৪৪

ঢাকা: প্রস্তাবিত ২০১৪-২৫ অর্থবছরের বাজেটকে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে মনে করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে জাতীয় বাজেট ২০২৪-২৫ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘প্রতি বছর যখন বাজেট হয়, গত পাঁচ দফায় আমরা দেখেছি, ১০ থেকে ১২ শতাংশ বাজেট বেড়েছে। এবার চার দশমিক শতাংশ প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি মনে করি, এটা যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আমি আশা করি, এটা বাস্তবায়নযোগ্য।’

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ইজ ভেরি ভেরি সেনসিটিভ। এটা এসেনশিয়াল কমোডিটিতে ১০ দশমিক ৫ এবং অন্যান্য জায়গায় ১০ দশমিক ৬ শতাংশ। এটাকে ৬ দশমিক ৫ আনার জন্য এবারের বাজেটে প্রস্তাবনা দিয়েছে। অ্যাম্বিসাস কোনো প্রজেক্ট না নিলে এবং যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে মূল্যস্ফীতি কমে আসবে।’

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘ব্যক্তি করসীমা সাড়ে তিন লাখ টাকা ছিল, সেটা অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের প্রস্তাব ছিল চার লাখ ৫০ হাজার টাকা করার। আমরা অনুরোধ করব, এটা যেন চার লাখ ৫০ হাজার টাকা করা হয়।’

বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার যে লক্ষ্য বাজেটে ধরা হয়েছে, তাতে আপত্তি রয়েছে এফবিসিসিআই’র। তিনি বলেন, ‘বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্য ধরা হয়েছে, সেটা ‘বেশি’। এটা যদি ব্যাংক থেকে সরকার নেয়, তাহলে একই জায়গা থেকে আমাদের টাকা নেওয়ার ক্ষেত্রে জটিলতা হতে পারে। আমাদের লোন পেতে কষ্ট হতে পারে। এ অর্থ যদি বিদেশ থেকে সরকার লোন নিতে পারে, আমি মনে করি ভালো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

২০২৪-২৫ অর্থবছরের বাজেট এফবিসিসিআই টপ নিউজ বাজেট ২০২৪-২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর