Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশ: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২০:৪৭ | আপডেট: ৬ জুন ২০২৪ ২২:০৫

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না। কারণ বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই৷ বরং বাজেটের পর দেশ একটা বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘গতানুগতিক বাজেট এটি; বিশেষ কিছু নেই। বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন, এসব উত্তরণে কোনো পদক্ষেপ নেই বাজেটে। ঘাটতি থাকবে অনেক টাকা। আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। দেশি-বিদেশি ঋণ বাড়বে। ঋণ পরিশোধে নতুন করে ঋণের পথে হাঁটছে সরকার।’

তিনি বলেন, ‘বাজেটে বিপুল অংক ঋণনির্ভর। করের বোঝা বাড়বে জনগণের ওপর। মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। গরিব মানুষের জন্য কিছু আছে বাজেটে, এটি মনে করি না।’

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় বাজেট জি এম কাদের টপ নিউজ বাজেট অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর