Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্প আয়ের মানুষের জন্য সুখবর দিতে পারেনি এই বাজেট

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২০:৪১

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো খবর নেই। বাজেট বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের মানুষের জন্য কোনো সুখবর দিতে পারেনি। জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই; বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, ‘ঋণের ভারে জর্জরিত এ বাজেট প্রস্তাবনা স্ব-বিরোধী ও বেসামাল। এ বাজেট জনকল্যাণের পরিবর্তে জীবন-জীবিকায় জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার ঘাটতি পোষাতে ব্যাংক ব্যবস্থা আরও বেসামাল ও ঝুঁকির মধ্যে পডবে। আর এই ঘাটতির শেষ অভিঘাত এসে পড়বে সাধারণ মানুষের ওপর।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১০ হাজার কোটি টাকার ওপর যাবে কেবল ঋণের সুদ পরিশোধেই। আর বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্রে আরও হাত বাড়ালে তারও ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।’

তিনি বলেন, ‘টাকার মূল্যমান অস্বাভাবিক কমিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফসহ আন্তর্জাতিক দাতাদের খুশি রেখেই এই বাজেট প্রণয়ণ করা হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কাংক্ষিত ঋণ ও বিনিয়োগ পাওয়া অনিশ্চিত।’

তিনি উল্লেখ করেন, ‘নতুন অর্থ বছরের বাজেট যে ১১ টি বিশেষ অগ্রাধিকার উল্লেখ করা হয়েছে বাজেটে তা বাস্তবায়ন করার দৃশ্যমান ও কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

সাইফুল হক বলেন, ‘লাগামহীন দূর্নীতি ও অর্থপাচার রোধ করতে বাজেটে কার্যকরী কোনো পদক্ষেপ নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পুঁজি পাচারের মতো অর্থনীতির বড় সমস্যার সমাধান, হুন্ডি কমিয়ে আনার ব্যাপারেও বাজেটে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই।’

তিনি বলেন, ‘ব্যাংক ঋণের এক বড় অংশ পাচার হয়ে গেলেও বাজেটে এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য নেই।’

তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশে’র জন্য নাগরিকদের ভোটের অধিকারসহ যে সক্ষমতা দরকার অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় এ ব্যাপারেও কোনো আশাবাদ নেই। এই বাজেট দারিদ্র্য ও নিঃসকরণ প্রক্রিয়াকে পরোক্ষভাবে আরও জোরদার করবে এবং জনগণের দীর্ঘশ্বাস ও হাহাকার আরও প্রলম্বিত করবে।”

সারাবাংলা/এএইচএইচ/একে

বাজেট প্রতিক্রিয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর