Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাজেটে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করা হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২০:২৮ | আপডেট: ৬ জুন ২০২৪ ২১:৫৮

ঢাকা: প্রস্তাবিত বাজেট নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, সাধারণ মানুষের জন্য এখন সময়টা ভালো নয়। অধিকাংশ মানুষের আয় কমে গেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েই চলেছে। সবার কাজের নিশ্চয়তা নেই। এ অবস্থায় প্রস্তাবিত বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না। বাজেট বক্তৃতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে নানাভাবে কর ও মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে জাতীয় বাজেট ২০২৪-২০২৫ পেশ করার পর এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে সিপিবি নেতারা বাজেট প্রসঙ্গে বলেন, ‘এবারের ঘোষিত বাজেট ধনিক শ্রেণির দুর্নীতি ও লুটপাটের দায় মেহনতি ও নিম্নআয়ের মানুষের উপর চাপাবে। ফলে গরিব মেরে ধনী পোষার অতীতের ধারা এবারেও বাজেটে অব্যাহত থাকবে। সেই সঙ্গে এই সংকোচনমূলক বাজেট প্রবৃদ্ধি কমাবে কিন্তু বেকারত্ব বাড়াবে।’

সরকার একদিকে মূদ্রাস্ফীতিকে এই বাজেটে প্রধান চ্যালেঞ্জ হিসাবে ঘোষণা করেছে। অন্যদিকে আইএমএফের নির্দেশ পালন করে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে তার দায় গ্রাহকের উপর চাপিয়েছে।

নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শ্রমিকরা দাবি করেছিল চাল-ডাল-তেল ও শিশুখাদ্যের রেশনিংয়ের ব্যবস্থা করা। কিন্তু বাজেটে তা করা হয়নি। যারা ঋণখেলাপি ও টাকা পাচারকারী তাদের কাছ থেকে সরকার তা আদায় না করে ব্যাংকের সুদের হার বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে। অর্থনৈতিক সংকটের মুখে দেওয়া এ বাজেট আয়ের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের উপর কিন্তু তাদের জন্য কল্যাণমূলক ব্যয় আরও কমিয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

২০২৪-২৫ অর্থবছরের বাজেট জনগণ টপ নিউজ বাজেট বাজেট ২০২৪-২৫ সিপিবি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর