Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৬:৪৩

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে ৬ মাসের এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম। বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে।

নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। এসময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে, তাকে শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর