Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত ভারতে ৯৬ রানেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৪ ২১:৫৮ | আপডেট: ৫ জুন ২০২৪ ২২:৩৩

ভারতের বোলিং তোপে লণ্ডভণ্ড আইরিশ ব্যাটিং লাইনআপ

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল তারা। ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হওয়া ভারত এবারও শিরোপার আশাতেই নেমেছে মাঠে। নিজেদের প্রথম ম্যাচে আজ নিউইয়র্কে আয়ারল্যান্ডের মুখোমুখি রোহিত শর্মার দল। টসে জিতে আইরিশদের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছে ভারত। বুমরাহ-পান্ডিয়াদের বোলিং তোপে মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে আইরিশরা।

টসে জিতে নিউইয়র্কের ড্রপ ইন পিচে অনুমেয়ভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। শুরু থেকেই ভারতের পেসের সামনে অসহায় লাগছিল আয়ারল্যান্ড ব্যাটারদের। তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন আরশদীপ সিং। ২ রান করা পল স্টার্লনিংকে ফেরান তিনি। সেই শুরু। এরপর আইরিশ ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা।

বিজ্ঞাপন

আরশদীপের সাথে দুর্দান্ত বোলিংয়ে আইরিশ টপ ও মিডল অর্ডার ভেঙে দেন হার্দিক পান্ডিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে থিতু হতে পারেনি কোন জুটিই।  ৫০ রানের মাঝে ৮ উইকেট হারিয়ে তখন রীতিমত কাঁপছে আয়ারল্যান্ড। এর কিছু সময়ের মাঝেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় ছিল আয়ারল্যান্ড।

তবে ৯ম উইকেটে আইরিশ সমর্থকদের কিছুটা আনন্দ এনে দেন গ্যারেথ ডেলানি ও জশুয়া লিটল জুটি। চার-ছক্কায় দলের স্কোর বেশ এগিয়ে নেন তারা। ২ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ডেলানি, লিটন করেছেন ১৪ রান। শেষ পর্যন্ত ৯৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ইনিংসের মাত্র ৪ জন ব্যাটার ছুঁয়েছেন চার অংক।

ভারতের হয়ে সেরা বোলার পান্ডিয়া, ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন আরশদীপ ও বুমরাহ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আয়ারল্যান্ড টি-২০ বিশ্বকাপ ২০২৪ ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর