Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াকে বড় প্রতিপক্ষ ভাবে না ওমান!

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৪ ১৮:০৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ভার হয়েই নামতে চায় ওমান

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত এক লড়াই শেষে সুপার ওভার হেরেছিলেন তারা। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওমান। মাঠে নামার আগে অবশ্য ওমান অধিনায়ক আকিব ইলিয়াস খানিকটা সাহসী বক্তব্যই দিলেন। আকিব বলছেন, মাঠে অস্ট্রেলিয়াকে ‘বড়’ প্রতিপক্ষ ভাবেন না তিনি! সাথে তিনি আরও বলেন, অজিদের এই স্কোয়াডে ভালো টেকনিকের ক্রিকেটার খুবই কম থাকায় ওমানেরও জয়ের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

নামিবিয়ার বিপক্ষে মাত্র ১০৯ রানের পুঁজি নিয়েও ম্যাচ সুপার ওভারে নিয়ে গেছেন ওমানের বোলাররা। সুপার ওভারে অবশ্য আর নামিবিয়াকে আটকাতে পারেনি তারা। তবে পুরো ম্যাচে ওমানের লড়াকু মানসিকতা নজর কেড়েছে সবার।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে তাই অধিনায়ক আকিব জানালেন, খেলার মাঠে কাউকেই বড় প্রতিপক্ষ ভাবেন না তারা, ‘আপনি যখন মাঠে নামবেন, তখন কোন প্রতিপক্ষই বড় নয়। এটা অন্য দশটা ম্যাচের মতোই হবে। আমরা কাউকেই বড় প্রতিপক্ষ ভাবছি না। আমি নিশ্চয়ই দলের সদস্যদের বলব না, তোমরা স্টার্কের মুখোমুখি হবে। এটা বললে সবাই ধরে নেবে আমরা বিশেষ প্রতিপক্ষের বিপক্ষে খেলছি। আমরা এভাবে কারো নামই আলাদা করে নিতে চাই না। তারা বিশ্বকাপে খেলছে, আমরাও বাছাইপর্ব পেরিয়ে এখানে এসেছি। আমাদের মাঝেই একটা দল চ্যাম্পিয়ন হবে। তবে তারা অতীতে যা করেছে সেটার জন্য তাদের প্রতি আমাদের সম্মান আছে। এজন্যই তারা চ্যাম্পিয়ন দল।’

অস্ট্রেলিয়া দলে আগের মতো ভালো টেকনিকের ক্রিকেটার নেই বলেই জয়ের আশা ছাড়ছেন না আকিব, ‘আগের ম্যাচে বল অনেক নিচু হয়ে এসেছে, ঘুরেছেও অনেক। আগে স্টিভ স্মিথ, লাবুশেনের মতো ভালো টেকনিকের ক্রিকেটার ছিল। এখন সেরকম নেই। তারা শুধু ছক্কাই মারতে চান। তবে প্রতিদিন তো আর এক যায় না। আমরা যদি কিছু উইকেট দ্রুতই নিতে পারি তাহলে সেটা তাদের জন্য সমস্যা হতেই পারে।’

শেষ পর্যন্ত ওমান কি পারবে কথার লড়াইকে মাঠের লড়াইয়ে রূপান্তরিত করতে?

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া ওমান টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর