আনার হত্যা: শিলাস্তির পর তানভীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
৪ জুন ২০২৪ ১৮:৫২ | আপডেট: ৪ জুন ২০২৪ ২২:৪১
ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক (ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায়) জবানবন্দি দিয়েছেন আসামি তানভীর ভূঁইয়া (৩০)।
মঙ্গলবার (৪ জুন) আসামি তানভীর স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার) মাহফুজুর রহমান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল (৩ জুন) একই মামলায় আসামি শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। সেখানে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এর পর গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন মামলাটি দায়ের করেন।
এর পরের দিন ২৩ মে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে গত ২৪ মে দুপুর তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান।
এর পর, গত ৩১ মে ওই আদালতে তাদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও আটদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম