Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার খবর অস্বীকার ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৪ ১০:৪০ | আপডেট: ৪ জুন ২০২৪ ১৮:০৫

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ১৩ জুন মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে তা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্বীকার করা হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে ইসরাইলি সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, কংগ্রেসে ভাষণ দেওয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি ১৩ জুন হবে না, কারণ তা ইসরাইলের সরকারি ছুটির দিনের সঙ্গে মিলে গেছে।

বিজ্ঞাপন

এদিকে গাজায় ব্যাপক বেসামরিক নাগরিক হতাহতের কারণে তীব্র চাপের মুখে থাকা নেতানিয়াহুর আমেরিকা সফর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধে তিন স্তরের যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তাতে ইসরাইলকে সম্মত করা নিয়ে উভয়পক্ষে এক ধরনের উত্তেজনা চলছে। বাইডেনের শুক্রবার উপস্থাপিত এই পরিকল্পনায় যুদ্ধ বন্ধ, সব জিম্মির মুক্তি এবং হামাসকে ক্ষমতায় না রেখে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে নেতৃত্ব দেওয়ার বিষয় রয়েছে।

কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে জোর দিয়ে বলা হয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ হামাসের সামরিক ও শাসন করার সক্ষমতা ধ্বংসসহ ইসরায়েলের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, হাউস ও সিনেটের ৪ দলের নেতা গত সপ্তাহে এক চিঠিতে কংগ্রেসের যৌথ সভায় নেতানিয়াহুকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানায়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে, যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের এ হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইসরাইল টপ নিউজ নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর