মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে
৩ জুন ২০২৪ ১৭:২১ | আপডেট: ৩ জুন ২০২৪ ১৯:২৪
ঢাকা: মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৪৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ১৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য এক শতাংশ।
সোমবার (৩ জুন) এ সব তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৩ শতাংশে, যা তার আগে মাসে ছিল ১০ দশমিক ২৫ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।
শহরে সার্বিক মুল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।
সারাবাংলা/জেজে/একে