Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ২৩:৩১

ঢাকা: আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

শনিবার (১ জুন) ঢাকা মহানগর দক্ষিণের ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ড ও বংশাল থানা বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানে ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, ‘জনগণ কখনই আওয়ামী লীগকে পছন্দ করে না। কারণ, এরা সন্ত্রাসী দল। এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে। আওয়ামী লীগ সবসময়ই জনগণকে প্রতিপক্ষ মনে করে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনও রাষ্ট্রক্ষমতায় আসতে পারে না। তাই তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় থাকে। আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয়, এদের ইতিহাস আগুন সন্ত্রাসের। এরা মিছিলে গুলি চালিয়ে অপরের ওপর দায় চাপায়।’

সালাম বলেন, ‘স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা করেছে। গণতন্ত্রের জন্য যে ত্রিশ লাখ মানুষ শহিদ হয়েছে, সে গণতন্ত্রকে পদদলিত করেছে এই আওয়ামী লীগ। এরা দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, মহানগর নেতা আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, কাউন্সিলর নাসরিন রশীদ পুতুল, তাজ উদ্দিন আহমেদ তাইজু, কাউন্সিলর মামুন আহমেদ, হাজী আদিল, ইয়াকুব সরকার প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

আব্দুস সালাম জনগণ প্রতিপক্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর