Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার জন্য ব্যবস্থা নেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ২৩:২২

সিলেট: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মালয়শিয়ায় কর্মী পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। সংকটের জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১ জুন) সিলেটে সরকারি আলিয়া মাদরাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় পাঁচ লাখের বেশি কর্মী পাঠানোর জন্য সে দেশের সরকার কোটা দিয়েছিল। সেই লক্ষ্য পূরণে কাজ করেছিল বাংলাদেশ। এ জন্য রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রার সঙ্গে কথা বলে কাদের ভিসা হয়েছে আর কাদের ভিসা হয়নি সেই তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বায়রা সেই তালিকা দিতে পারেনি।’

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ২২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্যও চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো সেই চিঠির উত্তর আসেনি।’

তিনি আরও বলেন, ‘সমস্যা সমাধানে অ্যাম্বাসি ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তা অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

বৈধপথে বিদেশে শ্রমিক পাঠাতে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সরকার চায় বৈধপথে শ্রমিক বিদেশে যাবে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে। আমাদের উদ্দেশ্য হয়রানি করা না, যারা হয়রানি করছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, আলিয়া মাদরাসা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে এক মতবিনিময় সভায় অংশ নেন। মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হুছামুদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

কর্মী টপ নিউজ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যবস্থা মালয়েশিয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর