Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ১৮:৩৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াফি (৮) ও ইশা (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরের দিকে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াফি ও ইশা পরস্পর আপন দুই বোন। তারা কোহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা স্থানীয় পৌর কাউন্সিলর রব্বেল আলী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশের পুকুরে নামে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তারা বাড়িতে না আসায় তাদের মা তাদের খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন মা। সেখান থেকে দুই বোনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এব্যাপারে কথা বলার জন্য তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সারাবাংলা/এনইউ