শৈলকুপায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা
১ জুন ২০২৪ ১৬:৩১ | আপডেট: ১ জুন ২০২৪ ১৬:৩৩
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ মে) উপজেলার গোবিন্দুপর গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয় মোস্তফা আরিফ রেজা মন্নু।
নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার রাতে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকরা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়।
হামলাকারীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত রাতে গোবিন্দপুর গ্রামে একটি ঘটনা ঘটেছিল। আমরা শোনার সঙ্গে সঙ্গে সেখানে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সারাবাংলা/এনইউ