Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে নৌকাডুবি, শিশুসহ ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১ জুন ২০২৪ ১৫:৫২ | আপডেট: ১ জুন ২০২৪ ১৯:১২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে একটি নদী পার হওয়ার সময় নৌকা ডুবিতে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দেশটির প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন বলেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের ‘মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার ওই নদীতে শনিবার সকাল ৭টায় নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন প্রাণে বেঁচে গেছে। নৌকা ডুবির কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

নানগারহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

বিজ্ঞাপন

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানান, এ ঘটনায় কমপক্ষে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সেখানে নদীটির ওপর কোন সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা তা পার হতে নিয়মিত নৌকা ব্যবহার করে থাকে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো