শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করল এনবিআর
৩১ মে ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ৩১ মে ২০২৪ ২০:৫৭
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ঢাকার অঞ্চল-২০ এর ১১১টি পদে কর্মী নিয়োগে শনিবারের (১ জুন) লিখিত পরীক্ষা আদালতের আদেশে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুনেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে শনিবার (১ জুন) এনবিআরের অধীনে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আদালতের নিদের্শনা মানতেই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এ নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে একটি, প্রধান সহকারী ১৭টি, উচ্চমান সহকারী পদে ২০টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২০টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২১টি এবং অফিস সহায়ক পদে ২৩টি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/ইউজে/এনইউ