Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ১৩:৪৩ | আপডেট: ৩১ মে ২০২৪ ১৭:০৯

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বি না বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন। খালেদা জিয়ার আমলে তারা কি কাউকে শাস্তি দিয়েছিল? তখন প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আখড়া।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি ঠিক জানি না? এটা এখনো পরিষ্কার না!

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি মামলা করে, মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেফতার করবে? কখন করবে? জেলে পাঠাবে? এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে।

গণতন্ত্রের কথা বিএনপির মুখে মানায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল হ্যাঁ/না ভোট। গণতন্ত্রকে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তাদের মুখে গণতন্ত্রের বুলি ভুতের মুখে রাম রাম।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনইউ

কাদের গণতন্ত্র টপ নিউজ দুর্নীতি বিএনপি সরকার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর