নদীতে গোসলে নেমে মাদরাসাছাত্র নিখোঁজ
৩০ মে ২০২৪ ১৬:৪০
খুলনা: খুলনার রূপসা নদীতে গোসল করতে নেমে দিশান কবির (১৬) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১ টা ২৫ মিনিটে রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে খুলনা মহানগরীর তাবলীগুল কুরআন একাডেমির ছাত্র। তার বাড়ি খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকায়।
প্রত্যক্ষদর্শী শেখ খলিল বলেন, ‘দুপুরে আমি নদীতে গোসল শেষ করে উপরে উঠে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি ৪ জন ছেলে কোমর সমান পানিতে গোসল করছে। একপর্যায়ে একটি ছেলে কাকা আমাদের বাঁচান বলে চিৎকার করে ডাকতে থাকে। এমন দৃশ্য দেখে আমি নদীতে নেমে যাই। একজনকে অনেক কষ্টে উদ্ধার করে আনতে পেরেছি। তবে নিখোঁজ দিশান চোখের পলকে পানিতে ডুবে যায়।
রূপসা নৌ পুলিশের ওসি নুরুল ইসলাম শেখ জানান, নিখোঁজ মাদরাসাছাত্রসহ ৪ জন রূপসা নদীতে গোসল করতে নামলে দিশান নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
সারাবাংলা/একে