Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-রিয়াদের অভিজ্ঞতাই ভরসা শান্তর

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪ ০৯:৩৫

বিশ্বকাপে সাকিব-রিয়াদের উপরেই ভরসা রাখছেন শান্ত

এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কান্ডারি তারা। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ খুব সম্ভবত তাদের শেষ টি-২০ বিশ্বকাপ খেলতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের সাথে। বিশ্বকাপ শুরুর আগে বিসিবির ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ ভিডিওবার্তায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সাকিব-রিয়াদের অভিজ্ঞতাই বিশ্বকাপে মূল ভরসা তার দলের।

একটা সময় জাতীয় দল থেকে হারিয়ে গিয়েছিলেন রিয়াদ। গত কয়েক মাসে দারুণভাবে ফিরে এসে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। সাকিব ইনজুরির সাথে লড়াই করলেও শেষ পর্যন্ত দলের সাথে যাচ্ছেন বিশ্বকাপে। শান্ত বলছেন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার দলের সাথে থাকার ভরসা পাচ্ছেন তিনি, ‘দলে এরকম অভিজ্ঞ ক্রিকেটার থাকা অবশ্যই প্লাস পয়েন্ট। বিশেষ করে যারা প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে তাদের জন্য। অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে অনেক কিছুই শেখার আছে। তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। কঠিন সময়ে তারা দলকে সাহায্য করতে পারে। যখনই আমার কিছু দরকার হয় তারা এগিয়ে আসেন। আশা করি এই বিশ্বকাপেও তারা সেই ভূমিকা পালন করবেন।’

বিজ্ঞাপন

দলের সবাই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছে বলেই জানালেন শান্ত, ‘সব ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। আমি আমার দায়িত্বটা উপভোগ করতে চাই। অধিনায়ক হিসেবে বেশি চাপ নিতে চাই না।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার জন্ম দিয়েছে নানা প্রশ্নের। শান্ত অবশ্য এই হার পেছনে ফেলে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী, ‘বড় টুর্নামেন্টে খেলতে নামলে বড় স্বপ্ন দেখতে হয়। আমরা ফলাফল নিয়ে ভাবছি না। আমরা ভালো কিছু করতে চাই। বেশি প্রত্যাশা থাকলে অনেক সময় ভালো ফল আসে না। আমরা ছোট ছোট ব্যাপারগুলাতে মনোযোগ দিতে চাই। আমাদের সমর্থকরা কঠিন সময়েও আমাদের পাশে থাকবে এমনটাই আশা করছি।’

বিজ্ঞাপন

আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ মাহমুদউল্লাহ শান্ত সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর