Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবায় ডাবলু, মোহনপুরে বকুল চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ২৩:৪৭

রাজশাহী: ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে রাজশাহীর পবা উপজেলায় নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন ডাবলু। আর মোহনপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন বকুল।

বুধবার (২৯ মে) দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য জানান।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আনারস প্রতীক নিয়ে ফারুক হোসেন ডাবলু পেয়েছেন ৩৩ হাজার ৮৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭১৬ ভোট। ফারুক হোসেন ডাবলু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ও এমদাদুল হক পবা উপজেলা যুবলীগের সভাপতি।

এদিকে, মোহনপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বকুল। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ১১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মোমিন শাহ গাবরু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট। গাবরু সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন।

এদিকে, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। দুই উপজেলায় সংঘর্ষে নয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সারাবাংলা/পিটিএম

উপজেলা নির্বাচন চেয়ারম্যান টপ নিউজ ডাবলু বকুল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর