তিন বছরে ৩৫ প্রবাসীর মরদেহ দেশে পাঠিয়েছে ওমান সমিতি
৩০ মে ২০১৮ ১৫:১৩ | আপডেট: ৩০ মে ২০১৮ ১৫:৫৫
।। ওমান থেকে, এজাজ মাহমুদ ।।
প্রতিষ্ঠার পর গত ৩ বছরে ওমানস্থ চট্টগ্রাম সমিতি ৩৫জন দুঃস্থ প্রবাসী বাংলাদেশির মরদেহে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপশি ৫০ জনের বেশি দুঃস্থকে চিকিৎসা সহায়তা দিয়েছে। কারাগার, মরুভুমি ও বিমানবন্দরে বিপদে পড়া অনেক প্রবাসী বাংলাদেশিকে জরুরী আর্থিক সাহায্য দিয়েছে। এছাড়া বাংলাদেশ স্কুলের মাঠ উন্নয়নসহ প্রবাসীদের স্বার্থ সংরক্ষণেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সংগঠনটি।
ওমানের মাসকাটের একটি হোটেলে অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতির তৃতীয় বর্ষপূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গত ২৬ মে এই অনুষ্ঠান হয়েছে।
সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী শাহজাহান মিয়া, এস এম আকবর, খূরশীদ সাগর, জাহাঙ্গীর চৌধুরী, ওমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এস এম সফি, ওমান বিএনপির সভাপতি সেলিম পারভেজ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসী সিআইপি মর্যাদা অর্জনকারী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, মোসাদ্দেক চৌধুরী, নির্বাহী হাফেজ মোহাম্মদ ইদ্রিস, প্রকৌশলী আশরাফুর রহমান, মোহাম্মদ সামসুল আজিম আনসার ও এ এইচ বদর উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অন্যান্যের মধ্যে সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী তাপস বিশ্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম, অর্থ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠিক সম্পাদক মহিউদ্দিন বাবু, সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল আলম, তথ্য প্রযুক্তি সম্পাদক এমদাদ বাচ্চু এবং কার্যকরী সদস্য কাজী রাশেদ, মো. রহিম উল্লাহ ও আবদুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/আইএ