Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাসৈনিক এম শামছুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ২৩:৫৫ | আপডেট: ২৯ মে ২০২৪ ০২:৪৫

ভাষাসৈনিক এম শামছুল হকের স্মরণ সভায় অতিথিরা। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহে সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এম শামছুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা আওয়ামী লীগ এই স্মরণ সভা আয়োজন করে। এতে প্রধান অতিথির ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/টিআর

এম শামছুল হক ভাষাসৈনিক শামছুল হক. স্মরণ সভা ময়মনসিংহ মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর