৩য় ধাপের নির্বাচন: বগুড়ার ৩ উপজেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস
২৮ মে ২০২৪ ২৩:৪৫ | আপডেট: ২৯ মে ২০২৪ ০২:৩৩
বগুড়া: বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট হবে এই তিন উপজেলায়। আগের দুদফা নির্বাচনের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা বেশি। স্থানীয়রা বলছেন, তৃতীয় দফার এই ভোটে বগুড়া সদরসহ তিন উপজেলাতেই চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
আগামীকাল বুধবার (২৯ মে) বগুড়ার এই তিন উপজেলায় ভোট হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে তিন উপজেলায় মোট প্রার্থী ৪৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া সদর উপজেলায়— প্রার্থীর সংখ্যা ২১ জন।
বগুড়া সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তিনজনই হেভিওয়েট প্রার্থী। তারা হলেন— বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। তিনজনই ভোটের মাঠে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। তিন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন স্থানীয়রা।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে গেছেন ভোটের মাঠে। একই সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মী-সর্মথকরাও সক্রিয় ভোটের মাঠে।
স্থানীয়রা বলছেন, উপজেলা আওয়ামী লীগ মোটামুটি দুই প্রার্থীর পক্ষে সমানভাবে বিভক্ত। সেক্ষেত্রে ভোটের মাঠে নিয়ামক হয়ে উঠতে পারে বিএনপি-জামায়াত। তাদের কর্মী-সমর্থরা যে প্রার্থীর দিকে ঝুঁকবেন, তিনিই হয়তো শেষ হাসি হাসবেন।
শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, যুবলীগ নেতা এম সুলতান আহম্মেদ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান সাহীন ও মো. সাদ্দাম হোসেন মোল্লা। উপজেলায় বর্তমান চেয়ারম্যানের সঙ্গে যুবলীগ নেতা সুলতান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহীনের ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা সবচেয়ে বেশি।
সারাবাংলা/টিআর
৩য় ধাপের ভোট উপজেলা নির্বাচন নির্বাচন বগুড়া বগুড়া সদর উপজেলা