Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন রাজশাহী বিভাগের ২৩ উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ২৩:৫৬

রাজশাহী: রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ নিয়েছেন। সেইসঙ্গে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানেরাও শপথ নেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান। এরপর নারী ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়। শপথের পর বিভাগীয় কমিশনার সবাইকেই ফুলেল শুভেচ্ছা জানান।

পরে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার এইসব জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানেরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ৮ মে রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/পিটিএম

উপজেলা চেয়ারম্যান শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর