Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, ২ হাজার মানুষের প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৪ ১১:৫৬ | আপডেট: ২৮ মে ২০২৪ ১৩:৫৩

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হয়েছেন শতশত মানুষ। ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পরে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৭ মে) দেশটির জাতীয় দুর্যোগকেন্দ্র এ তথ্য জানিয়েছে। এর আগে, শুক্রবার (২৪ মে) দেশটির এনগা প্রদেশের ইয়ামবালি গ্রামের কাছে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা।

রোববার (২৬) জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছিল, পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৬৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তবে সোমবার জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে পাপুয়া নিউগিনির জাতীয় দুর্যোগকেন্দ্র জানায়, তারা দুই হাজার লোকের প্রাণহানির আশঙ্কা করছে।

চিঠিতে আরও বলা হয়, এখনও ভূমিধস অব্যাহত থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

পাপুয়া নিউগিনিতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কেয়ার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর জাস্টিন ম্যাকমোহন একটি সাক্ষাৎকারে জানান, ক্ষতিগ্রস্ত এলাকাটির আশপাশে প্রায় চার হাজার মানুষের বসবাস ছিল।

তবে স্থানীয়দের সংখ্যা আসলে কত ছিল, তার যথাযথ হিসাব পাওয়া কঠিন। কারণ, পাপুয়া নিউগিনিতে ২০০০ সালের পর আর নির্ভরযোগ্য কোনো আদমশুমারি হয়নি। দুর্গম পার্বত্য গ্রামগুলোতে অনেক মানুষের বসবাস।

এর আগে, শুক্রবার ভোরে পাপুয়া নিউগিনির এনগা প্রদেশে ভূমিধসের ঘটনায় প্রায় ১ হাজার ২৫০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ১৫০টির বেশি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। প্রায় ২৫০টি বাড়ি পরিত্যক্ত হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পাপুয়া প্রাণহানি ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর