Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচন: ৫ থানার ওসিকে বদলির নির্দেশ ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ২১:০২

ঢাকা: আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচ থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ মে) ইসির উপসচিব মো. মিজানুর রহমান নির্দেশটি পাঠিয়েছেন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ওসি, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ওসি, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার ওসি এবং আনোয়ারা থানার ওসিকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আজই সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, অপর এক নির্দেশনায় পটুয়াখালী জেলার দুমকী থানার ওসিকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শকের (তদন্ত) দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে অনুরোধও করা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ওসি টপ নিউজ বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর