Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমালের প্রভাবে বৃষ্টি, ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ২৭ মে ২০২৪ ২০:০৮

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর থেকে টানা বৃষ্টি রাজধানী ঢাকায়। সোমবার (২৭ মে) আবহাওয়া অধিদফতরের হিসাবে ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া যায়। দক্ষিণ সিটি করপোরেশনের বংশাল, সিদ্দিকবাজার ও এর আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়াও পুরান ঢাকার সিক্কাটুলি লেন, আগামাছি লেন, নাজিরাবাজারসহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ সিটি করপোরেশনের দয়াগঞ্জ, মীরহাজীরবাগ, নবীনগর, কমলাপুরের টি টি পাড়া, গোপিবাগ, ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে, আব্দুল গনি রোডে জলাবদ্ধতার কারণে দিনভরই ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের নতুন ১৮ ওয়ার্ডের অন্তর্ভুক্ত উত্তরখান ও দক্ষিণখান এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা যায়। আজ দিনভর বৃষ্টিতে ভোগান্তি চরমে পৌঁছেছে। এছাড়াও উত্তর সিটির অন্তর্গত মিরপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়েছে গ্রিনরোড, মধুবাগ, বাড্ডার কিছু এলাকাতেও।

দুই সিটি করপোরেশন বলছে, বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করছে। পৃথক বিবৃতিতে সংস্থা দুটি জানিয়েছে ভোগান্তি নিরসনে মাঠে নেমেছে কুইক রেসপন্স টিম। কল দিলেই জলাবদ্ধতা নিরসনে ছুটে যাচ্ছেন তারা। সেই সঙ্গে দুই সিটি করপোরেশন চালু করেছে হটলাইন সেবা।

দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেমালের প্রভাবজনিত বৃষ্টিপাতের ফলে ঢাকায় যে জলাবদ্ধতা নিরসনে ৯১টি টিম মাঠে নামানো হয়েছে। প্রতিটি টিমে পাঁচজন করে কর্মী কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি কুইক রেসপন্স টিম ও পরিচ্ছন্ন কর্মীরা জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। কোথাও পানি জমে থাকলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬ এ ফোন করলে দ্রুত সময়ের মধ্যে কুইক রেসপন্স টিম যেখানে পৌঁছে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোথাও বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। তথ্য পাওয়ার পরপরই সিটি করপোরেশনের কর্মীরা সেই এলাকায় যাবেন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন।

সারাবাংলা/আরএফ/একে

ঘূর্ণিঝড় জলাবদ্ধতা রেমাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর