Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ ঘণ্টা পর খুলল বঙ্গবন্ধু টানেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ১৩:১৬ | আপডেট: ২৭ মে ২০২৪ ১৭:২৫

চট্টগ্রাম ব্যুরো: ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য আঘাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখার প্রায় ১৮ ঘণ্টা পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুর ১২টায় টানেল খুলে দেওয়া হয়।

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্র্যাফিক) তানভীর রিফা সারাবাংলাকে জানান, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। আজ (সোমবার) ভোর ছয়টায় বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর দুপুর ১২টায় এটা খোলা হয়।

গতকাল রোববার (২৬ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত টানেল দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য আঘাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে টানেল চালুর পর প্রথমবারের মতো সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন হয়। তবে এর আগে ওই বছরের ১৩ মে ঘূর্ণিঝড় মোখার কারণে নিরাপত্তামূলক সতর্কতা হিসেবে প্রথমবারের মতো টানেলটি সাময়িক বন্ধ রেখেছিল সেতু কর্তৃপক্ষ।

সারাবাংলা/আইসি/এমও

ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ বঙ্গবন্ধু টানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর