Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি মো. নায়েব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৪ ১৮:২৩

ঢাকা: ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ নিয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সানজিদা খানম এবং মো. নাসের শাহরিয়ার জাহেদী উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ঝিনাইদহ-১ মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর