Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে যৌন হয়রানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবি করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৭:৪৬

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ননিরোধ বিষয়ক অভিযোগ কমিটি এ সেমিনারের আয়োজন করে।

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক তানজিমা জোহরা হাবিবের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘একটা মানুষের শুভ গুণাবলি হারিয়ে অশুভ গুণাবলি প্রকট হয়ে তার মানসিক বৈকল্য ঘটে। তখন সে তার মত করে যুক্তি দিয়ে এই অপরাধগুলো সংঘটিত করে। প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে গেলে আমাদের সকলের যে ভূমিকা পালন করা এবং সচেতনতাবোধ দরকার তা যেন প্রদর্শন করি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘যৌন হয়রানিনিরোধ বিষয়ক কমিটি একটি কার্যাদেশে কাজ করে। ২০১৯ সালে হাইকোর্ট থেকে এই কার্যাদেশ দেওয়া হয়।’

সেমিনারে প্রধান আলোচক হিসেবে আইন বিভাগের অধ্যাপক আবদুল আলীম, রাজশাহী কোর্টের সাইবার ট্রাইবুনালের জজ জিয়াউর রহমান, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকা বানু বক্তব্য দেন। এসময় আলোচকরা যৌন হয়রানির সংজ্ঞা ও বিভিন্ন প্রকার যৌন হয়রানি মূলক আচরণ, যৌন হয়রানিমূলক আচরণের শাস্তি, ব্যক্তিগত ও পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে যৌন হয়রানির প্রভাব নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

যৌন হয়রানি ও নিপীড়ননিরোধ বিষয়ক অভিযোগ কমিটির সদস্য সচিব ড. রনক জাহানের সঞ্চালনায় সেমিনারে এসময় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়াসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

যৌন হয়রানি রাবি সেমিনার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর