Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ২০:২৮

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস আহমেদ (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ মে) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইলিয়াস আহমেদ উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে গত ১৩ মে ইলিয়াসের ওপর হামলা হয়েছিল। সেদিন বিকেলে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল গতিরোধ করে তাকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। এই হামলার নেতৃত্ব দেন তার ফুফা শ্বশুর আইনুল হকসহ আরও ৭-৮ জন।

বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, ‘হামলার শিকার ইলিয়াস মারা গেছেন। তার উপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।’

সারাবাংলা/এমও

প্রতিপক্ষের হামলা যুবকের মৃত্যু রাজশাহী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর