Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ৫৪ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা

সারাবাংলা ডেস্ক
২৪ মে ২০২৪ ১৮:১৩

ঢাকা: বদরুল আলম লাবু ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্যামপুর ও কদমতলী থানাধীন ৫৪ নং ওয়ার্ডে এ ক্যাম্প আয়োজিত হয়।

প্রতি শুক্র ও শনিবার ওয়ার্ডের আলমবাগ, পোস্তগোলা, জুরাইন, আলম মার্কেট, বালুর মাঠ এবং খন্দকার রোডসহ বিভিন্ন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এখানে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার( ২৪ মে) জুরাইন বালুর মাঠ কাচা বাজারে ও খন্দকার রোড আলোর মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল লাবুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বদরুল আলম লাবু বলেন, ‘পারিবারিক ধারাবাহিকতায় আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি । এলাকার মানুষের জন্য আমাদের দায়িত্ব আছে। তাই যার যার অবস্থান অনুযায়ী সমাজের জন্য, দেশের জন্য আমাদেররকে কাজ করে যেতে হবে।’

সারাবাংলা/একে

চিকিৎসা সেবা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর