Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম থেকে ৮৭০ কিমি দূরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১৩:০০ | আপডেট: ২৪ মে ২০২৪ ১৩:১৪

ঢাকা: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে আবহাওয়া অধিদফতরের ১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি কখন নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সে তথ্য জানানো হয়নি। তবে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের তথ্য বলছে, শনিবার সকালের মধ্যে নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলেমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ণ দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা বা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর কথা উল্লেখ করে আবহাওয়া অধিদফতর বলছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতেও না করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে শুক্র-শনি-রবি তিন দিনই বৃষ্টির আভাস রয়েছে। শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়।

অন্যদিকে রোববার আট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববারই ঘূর্ণিঝড়টি স্থলভাবে আছড়ে পড়তে পারে।

সারাবাংলা/টিআর

আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপ রেমাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর